টাকার বিনিময়ে প্লেবয় ম্যাগাজিন মডেলের সঙ্গে অবৈধ সম্পর্ক গোপন করেছিলেন ট্রাম্প। তার সাবেক ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে উদ্ধার হওয়া কথোপকথনের টেপ থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর বিবিসির।
প্লেবয়ের ওই মডেলের নাম কারেন ম্যাকডুগাল। তিনি জানান ম্যালানিয়ার সঙ্গে বিয়ের পর ২০০৬ সালে তার সঙ্গে সম্পর্কে জড়ান ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনী ক্যাম্পেইনের সময় বিষয়টি চেপে যেতে বন্ধুর পত্রিকা ন্যাশনাল ইনকোয়ারারের সঙ্গে ম্যাকডুগালের দেড় লাখ ডলারের চুক্তির ব্যবস্থা করেন ট্রাম্প। কিন্তু চুক্তি অনুযায়ী টাকা দিলেও ম্যাকডুগালের স্টোরি ছাপায়নি ইনকোয়ারার। ফলে বন্ধুকে এ জন্য ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন ট্রাম্প।
বিষয়টি নিয়ে ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনের সঙ্গে আলাপ করেন। গোপনে সেটি রেকর্ড করেছিলেন কোহেন। সম্প্রতি তদন্ত কর্মকর্তারা টেপটি উদ্ধার করেন।
এর মাধ্যমে আইনী জটিলটতায় পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণ আইনে কাজটি বেআইনী না হলেও নির্বাচনী আইন অনুসারে এটি অবৈধ। কারণ টাকা দেওয়া নিয়ে আলাপের বিষয়টি নির্বাচনের আগে গোপন করেছিলেন ট্রাম্প।
এর আগে এ ঘটনা অস্বীকার করেন ট্রাম্প। তবে টেপ ফাঁস হওয়ার পর টুইট করে বলেন ‘অন্যায় কিছু হয়নি।’