সুদানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাটিতে আল শাবারের আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ২৭ জন সৈন্য নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
সোমালিয়ার এক সামরিক কর্তকর্তা বলেন, বন্দর নগরী কিসমাও থেকে ৫০ কিলোমিটার দূরের ওই ঘাঁটিতে বাড়তি সৈন্য পাঠানো হয়েছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
দীর্ঘ ১০ বছর ধরে সোমালিয়ায় সহিংসতা চালাচ্ছে আল-কায়েদা সমর্থিত আল শাবাব জঙ্গীরা। বর্তমানে দেশটিতে আফ্রিকান ইউনিয়নের ২২ হাজার সৈন্য সোমালিয়ার সরকারি বাহিনীর সহায়তায় কাজ করছে। বিশেষ অভিযান চালানো ও সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার কাজে কয়েক হাজার মার্কিন সৈন্যও রয়েছে দেশটিতে।