• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

পরাজয়ের আশংকা থেকে জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার বিএনপি’র: হানিফ

আপডেটঃ : সোমবার, ৩০ জুলাই, ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ  বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের আশংকা থেকে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে।
তিনি বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের তিন সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ বিএনপি মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিন সিটি কর্পোরেশনের সর্বশেষ পরিস্থিতি জানাতে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এ.কে.এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন সিটির নির্বাচন নিয়ে বিএনপি’র অভিযোগের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি যখনই পরাজয়ের আশংকা করে তখনই জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচারের আশ্রয় নিয়ে থাকে। কিভাবে নির্বাচন হচ্ছে তা গণমাধ্যমসহ সবাই প্রত্যক্ষ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ