পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এ কার্যক্রম বন্ধ থকবে। এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলণের সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো থেকেও ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। শাখাগুলো হলো-
১.ন্যাশনাল ব্যাংক লি., যাত্রাবাড়ী শাখা, ঢাকা।
২.অগ্রণী ব্যাংক লি., জাতীয় প্রেসক্লাব শাখা, ঢাকা।
৩.সোস্যাল ইসলামী ব্যাংক লি., বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা।
৪.ব্যাংক এশিয়া লি., ধানমন্ডি
৫.ঢাকা ব্যাংক লি., উত্তরা শাখা, ঢাকা।
৬.জনতা ব্যাংক লি., আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা।
৭.দি সিটি ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা।
৮.শাহজালাল ইসলামী ব্যাংক লি., মালিবাগ চৌধুরীপাড়া শাখা, ঢাকা।
৯.মার্কেন্টাইল ব্যাংক লি., বনানী শাখা, ঢাকা।
১০.সোনালী ব্যাংক লি., রমনা কর্পোরেট শাখা, ঢাকা।
১১.ওয়ান ব্যাংক লি., বাসাবো শাখা, ঢাকা।
১২.আইএফআইসি ব্যাংক লি., গুলশান শাখা, ঢাকা।
১৩.ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা।
১৪.রূপালী ব্যাংক লি., মহাখালী শাখা, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক সাঈদা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।