• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় শিশু নির্যাতন গোপনের দায়ে আর্চবিশপের দণ্ড

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

শিশুর ওপর যৌন নির্যাতন গোপন করার দায়ে বিশ্বের সবচেয়ে সিনিয়র ক্যাথলিক যাজক এবং অস্ট্রেলিয়ার সাবেক আর্চবিশপ ফিলিপ উইলসনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তবে নিজ বাড়িতে থেকে এ দণ্ড কাটাতে পারবেন তিনি।
মঙ্গলবার দেয়া রায়ে বলা হয়, কারা কর্তৃপক্ষ কর্তৃক দেয়া প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্যগত দিক বিবেচনায় ফিলিপকে বাড়িতে থাকার অনুমতি দেয়া হয়েছে।
মঙ্গলবার থেকেই ৬৭ বছর বয়সী ফিলিপের দণ্ডভোগ শুরু হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পেতে পারবেন তিনি।
অস্ট্রেলিয়ার এবিসি টিভি জানিয়েছে সম্ভবত বোনের বাড়িতে থেকে সাজা ভোগ করবেন ফিলিপ।
১৯৭৬ সালে একজন যাজক দুই শিশুর ওপর যৌন নির্যাতন করলে বিষয়টি ফিলিপকে জানানো হয়েছিল। তবে তিনি ঘটনাটি পুলিশকে জানাননি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের আর্চবিশপের পদ থেকে পদত্যাগ করেন ফিলিপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ