• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

উচ্চ শিক্ষার মান বাড়াতে আরও উদ্যোগী হতে হবে : রাষ্ট্রপতি

আপডেটঃ : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ইউজিসিকে শিক্ষার মান নির্ধারণ, তদারকিসহ বিশ্ববিদ্যালয়গুলোতে জবাবদিহি বাড়াতে আরও উদ্যোগী হতে হবে।’
মঙ্গলবার বিকেলে ঢাকায় সোনারগাঁও হোটেলে নবম ইউজিসি পদক প্রদান অনুষ্ঠানে ভাষণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমান ৩৯ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীর সংখ্যায় বাংলাদেশের স্থান বিশ্বে চতুর্থ। সময়োপযোগী শিক্ষানীতি ও এর সফল বাস্তবায়নের সুবাদে এই অর্জন সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার নামে বাণিজ্য কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাবে অনেক বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা প্রদান ব্যহত হচ্ছে।’
মানসম্পন্ন শিক্ষা ও উন্নত গবেষণার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এটি হচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি। জাতি আশা করে আপনারা (শিক্ষক ও গবেষক) মেধার জগতে নতুন দিগন্তের উন্মোচন করবেন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন- শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক অর্পিতা শামস মিজান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ, ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ