• বুধবার, ০১ মে ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ শুরু

আপডেটঃ : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উপস্থিত হন যুক্তফ্রন্টের দলের সদস্যরা।
সংলাপে বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গণভবনে গিয়েছেন ২১ নেতা। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংলাপে ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের দলের সাড়ে তিন ঘণ্টারও বেশি সংলাপ হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংলাপ হচ্ছে।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে তাদের সংলাপে ডাকার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করে চিঠি দেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। চিঠি পেয়ে প্রধানমন্ত্রী এতে সাড়া দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ