ইরানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৭ শতাধিক মানুষ আহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির সারপোলে জাহাব এবং কসর-ই-শিরিন গ্রামের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে ঘর-বাড়ির দেয়াল। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন গৃহহীন হয়ে পড়েছে। খবর এনডিটিভির।
ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয় আহতের সংখ্যা ৭১৬ জন। তবে কেউ মারা গেছে কিনা সে বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। রাষ্ট্রীয় টিভিতে দেখানো ফুটেজে বিভিন্ন ক্ষতিগ্রস্ত ভবনের ছবি দেখানো হয়। বলা হয় ভূমিকম্পের পরপর হাসপাতালে আসাদের মধ্যে ৩৩ জনকে ভর্তি করা হয়েছে।
কেরমানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল জানিয়েছেন, আহত অনেক ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বেশিরভাগই সারপোলে জাহাব ও গিলানে গার্ব শহরের অধিবাসী।
আরও পড়ুনঃ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার তুর্কি সেনা নিহত
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, রোববার রাতের এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি এতোটাই শক্তিশালী ছিল যে, ইরাকের রাজধানী বাগদাদেও অনুভূত হয়েছে।
২০১৭ সালে কেরমানশাহ প্রদেশেই ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬২০ জন নিহত ও ১২ হাজার মানুষ আহত হয়।