• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:

পাকিস্তানে জাকাত নেয়ার সময় পদদলিত ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

পাকিস্তানের করাচিতে রমজান উপলক্ষে জাকাতের আটা আনতে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২১ জনের মৃত্যু হলো। |মৃতদের মধ্যে ৮ জন নারী এবং তিন শিশু রয়েছে। শুক্রবার শহরের নৌরুস মোড়ের একটি কারখানার খাদ্য বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যের আটা সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। জীবন নির্বাহ ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ তিন বেলার খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন। এ জন্য রমজান উপলক্ষে গত সপ্তাহে সরকার বিনামূল্যে আটা বিতরণ কর্মসূচি চালু করলে প্রতিদিনই খাদ্য বিতরণ কেন্দ্রে অনেক মানুষ জড়ো হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ