• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:

জেরুজালেমে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

আল আকসা মসজিদে ঢোকার প্রবেশপথে গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পূর্ব জেরুজালেমে শুক্রবার এ ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, এক ফিলিস্তিনি পুরাতন শহরের আল আকসা মসজিদের প্রধান গেটের কাছে এক ইসরায়েলি পুলিশের কাছ থেকে অস্ত্র নেওয়ার চেষ্টা করেছিল। আত্মরক্ষার্থে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিকে গুলি করে। এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো ক্ষতি হয়নি। অতিরিক্ত পুলিশ বাহিনী ওই এলাকায় পাঠানো হয়েছে।

বিবৃতিতে নিহত ব্যক্তিকে বেদুইন শহর হুরার ২৬ বছর বয়সী বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

আনাদোলু এজেন্সিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ গেটে ফিলিস্তিনিদের মারধর করেছে। অধিকৃত জেরুজালেমজুড়ে হাজার হাজার সেনা মোতায়েন হয়েছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শুক্রবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে এক লাখেরও বেশি মানুষ প্রার্থনা করতে জড়ো হয়েছিল। তাদের নিরাপত্তা দিতেই পুরো শহরে মোতায়েন করা হয়েছে দুই হাজারের বেশি পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ