চুল পড়ে যেতে পারে বিভিন্ন কারণে। হিন্দুস্তান টাইমস পত্রিকার একটি প্রতিবেদন বলছে; কেউ যদি নিয়মিত চুলের যত্নে পেয়ারা পাতা ব্যবহার করেন, তবে দ্রুত উপকার পাবেন। কারণ এই পাতা ব্যবহার করলে তা চুল পড়া কমায় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। উপকারী এই পাতায় প্রচুর ভিটামিন বি রয়েছে। এটি চুলের পুষ্টিতে ব্যাপক মাত্রায় সাহায্য করে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পাতা ব্যবহার করলে চুলের গোড়ায় গ্রন্থি কোষ মজবুত হয়। কীভাবে চুলের যত্নে উপকারী এই পাতা ব্যবহার করবেন জেনে নিন।
পরিষ্কার পানিতে ২০ মিনিট ফুটিয়ে নিন পেয়ারা পাতা। নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। এই মিশ্রণ লালচে ধরনের দেখতে হবে। একটি স্প্রে বোতলে ভরে নিন এটি। হেয়ার টনিকের মতো নিয়মিত চুলের গোড়ায় ব্যবহার করুন। এই মিশ্রণ দিনে ব্যবহারের পাশাপাশি রাতে ঘুমানোর আগেও ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় এটি লাগিয়ে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে নিন চুল। এভাবে কয়েক দিন একটানা ব্যবহার করুন। চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুল ভেঙে যাওয়া রোধ করতেও এর রয়েছে কার্যকারিতা। তবে ঘরোয়া যত্নেও চুল পড়া বন্ধ না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।