• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:

ইউরোপে হামলার পরিকল্পনাকারী শীর্ষ আইএস নেতাকে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে ইউরোপে হামলার পরিকল্পনাকারী শীর্ষ এক আইএস নেতা খালিদ আইদ্দ আহমদ আল-জাবউরি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কম্যান্ড এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

তবে গতকাল সোমবার সিরিয়ার কোথায় এ অভিযান চালানো হয়েছে তা বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। এ ছাড়া অভিযানে বেসামরিক কোনো লোকের হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে বলা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালানোর দাবি করেছে আইএস। এর মধ্যে ২০১৫ সালের নভেম্বরে প্যারিস ও তার উপকণ্ঠে হামলা। সেই হামলায় ১৩০ জন নিহত হয়। এ ছাড়া ২০১৬ সালের জুলাইতে ফ্রান্সের নিচ শহরে হামলায় ৮৬ জন নিহত হন।

সিরিয়ায় এখনও যুক্তরাষ্ট্রের অন্তত ৯০০ সেনা অবস্থান করছে। আইএসকে নির্মুল করতেই সেখানে মার্কিন সেনারা রয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৯ সালের অক্টোবরে ওয়াশিংটন ঘোষণা দেয় তারা, আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে সিরিয়ায় এক অভিযানে হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ