তাইওয়ানের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করার কথা ঘোষণা করেছে চীন। ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের সাথে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে বৈঠকের প্রেক্ষাপটে ক্ষুদ্ধ চীন এই ঘোষণা দিলো।
তাইওয়ানকে চীন নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং বলপ্রয়োগে এটির নিয়ন্ত্রণ গ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেয়নি।
চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টান থিয়েটার কমান্ড শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে তাইওয়ান প্রণালীতে ৮-১০ এপ্রিল ‘যুদ্ধ প্রস্তুতির টহল’ আয়োজনের কথা ঘোষণা করেছে।
কমান্ড মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি বলেন, ইউনাইটেড শাপ সোর্ড তাইওয়ান প্রণালীর পুলিশ টহল মহড়ায় সম্পৃক্ত থাকবে।
সাই উত্তর আমেরিকা সফর শেষে দেশে ফেরার পথে মার্কিন রাজনীতিবিদের সাথে সাক্ষাত করেন। চীন আগেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, এ ধরনের বৈঠকের পরিণাম হবে ভয়াবহ।