• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে যা বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু তার ইসরায়েলি প্রতিপক্ষ এলি কোহেনের সাথে টেলিফোন আলাপ করেছেন। এই টেলিফোন আলাপে কাভুসগলু ইসরায়েলের সর্বশেষ হামলা ও উসকানির নিন্দা জানিয়েছেন।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, কাভুসগলু আল-আকসা মসজিদের পবিত্রতা ও মর্যাদার বিরুদ্ধে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উসকানি এবং গাজা ও লেবাননে ইসরায়েলি বিমান হামলার আঙ্কারার নিন্দা জানান। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিরীহ মুসলিম উপাসকদের বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করা ‘অগ্রহণযোগ্য’।

তুর্কি মন্ত্রী বলেন, ‘কোনো অজুহাতেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সহিংস কর্মকাণ্ড চালাতে পারে না।’ জোর দিয়ে তিনি বলেন, এটি পুনরাবৃত্তি হওয়া উচিত নয় এবং বিমান হামলা পুনরায় শুরু করা উচিত নয়।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে গত বুধবার দুই দফায় মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। এরপর ইসরায়েলে রকেট ছোড়ার ঘটনা ঘটে। এর জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ