• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল আমেরিকার ‘কাছের বন্ধু’ মিশর!

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

এরপর সরাসরি ইউক্রেনের পক্ষ নেয় বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা। তাদের সঙ্গে যোগ দেয় মিত্র দেশগুলোও।

কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথি থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, আমেরিকার খুব কাছের বন্ধু মিশর রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল।
ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি তার অধীনস্তদের ৪০ হাজার রকেট তৈরি এবং সেগুলো গোপনে রাশিয়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তারিখের ওই নথিতে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এতে রাশিয়ায় অস্ত্র এবং গানপাউডার পাঠানোর পরিকল্পনার কথা বলা হয়েছে।

সিসি তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন, ‘পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমস্যা এড়াতে’ এসব রকেট উৎপাদন ও সরবরাহের বিষয়টি যেন গোপন রাখা হয়।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মিশরের। আফ্রিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে।

তবে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জাইদ এ তথ্য অস্বীকার করেছেন। যুদ্ধ থেকে মিশর দূরে আছে এমনটি দাবি করে তিনি বলেছেন, “শুরু থেকেই মিশরের অবস্থান হল এই যুদ্ধে জড়িত না হওয়া। জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে দুইপক্ষের কাছ থেকেই সমান দূরত্ব বজায় রাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ