কাগজের অর্থ ডিজিটালে রূপান্তর হলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্বিগুণ হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসরড. আতিউর রহমান। একই সঙ্গে হুন্ডির ব্যবসায়ও কমে আসতো বলে জানান তিনি।হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘কাগজের অর্থ ডিজিটালে রূপান্তর : কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা গ্রহণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি যৌথ আয়োজন করে স্কলারস বাংলাদেশ সোসাইটি, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড ও টিয়ার ওয়ান সলিউশন লিমিটেড।
ড. আতিউর রহমান বলেন, বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার। কাগজের অর্থ ডিজিটালে রূপান্তর হলে প্রবাসীদের আয় বেড়ে চার বিলিয়ন ডলার হতো। এটা না হলেও তিন বিলিয়ন ডলার হতো রেমিট্যান্স। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদের ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। যুগের সঙ্গে টিকতে হলেও আমাদের ডিজিটালের পথে যেতে হবে। কাগজের অর্থ ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে দেশের মোবাইল ব্যাংকিং সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তারা এখন কয়েক সেকেন্ডে টাকা প্রান্তিক পর্যায়ে পাঠিয়ে দিচ্ছে।
সাবেক এ গভর্নর বলেন, মোবাইল ব্যাংকিং বা এমএফএস মাধ্যমে প্রতিদিন ৩ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। মোবাইল ব্যাংকিং ইন্টার-অপারেবল সিস্টেম চালু হলে গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবে। এজন্য লেনদেন বর্ডারলেস হতে হবে। মোবাইল ব্যাংকিং এখন মানুষের হাতের নাগাল এসেছে। একজন রিকশাওয়ালাও দিনে দুই বার তার বাড়িতে টাকা পাঠায়। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মোবাইল ব্যাংকিংয়ের বড় অবদান রয়েছে।
উন্নয়ন সমন্বয় প্রতিষ্ঠানের চেয়ারপারসন ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের সেন্টাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) কার্ক্রম একটু ধীরগতিতে এগোচ্ছে এটা সমস্যা নয়। সেন্টাল ব্যাংক কাজ করে এখন ক্যাশলেস পেমেন্টের দিকে যাচ্ছে। এটা ভালো দিক। এরই মধ্যে মতিঝিল এলাকায় ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম। সেশনটি পরিচালনা করেন স্কলারস বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠা দিলারা আফরোজ খান রূপা।