কাতার ও বাহরাইন দীর্ঘদিনের বিরোধের সমাধান করে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে। বুধবার দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জেনারেল সেক্রেটারিয়েটের সদর দপ্ততরে বৈঠক করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে, উভয় পক্ষই ‘জিসিসি চার্টার অনুযায়ী উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়াতে’ বৈঠক করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আহমেদ বিন হাসান আল-হাম্মাদি ২০১৭ সালের দ্বন্দ্বের সমাধানের বিষয়ে আলোচনা করতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফার সঙ্গে দেখা করেছেন।
সেই বছর বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিসরসহ কাতারের ওপর কূটনৈতিক অবরোধ আরোপ করে দাবি করে যে এটি ইরানের খুব কাছাকাছি ছিল এবং কট্টরপন্থী গোষ্ঠীগুলিকে সমর্থন করে। দোহা সবসময় এ দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
এদিকে বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের বিবৃতি প্রকাশ করা হয়েছে।