আশুলিয়ায় মুখে কেঁচি ঢুকিয়ে বিমল মণ্ডল নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার আবুল ভূঁইয়ার মালিকানাধীন ৪ তলা বাড়ির ৩ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত বিমল মণ্ডল রাজবাড়ি জেলার বনগ্রাম গ্রামের মৃত খিতিস মণ্ডলের ছেলে। এর আগে দুইবার স্ট্রোক করে তিনি প্যারালাইসড রোগে আক্রান্ত হয়েছিলেন।
নিহতের মেয়ে পূর্ণিমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার বাবা কয়েক বছর যাবৎ প্যারালাইসড হয়ে পড়ে আছেন। আমাদের কোন শত্রু ছিল না। সন্দেহও করতে পারছি না আমরা। আমার বাসার নিজের সেলাই মেশিনের কেঁচি দিয়েই আমার বাবাকে খুন করেছে।
আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি কাপড় কাটা কেঁচি বিমল মণ্ডলের মুখের ভিতর ঢুকিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।