• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:

সৌদি বাদশাহকে তেহরান সফরের আমন্ত্রণ ইরানের

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

সৌদি আরবের বাদশাহ সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনের মধ্যস্থতায় দেশদুটির সম্পর্ক উন্নয়নের জন্য একটি চুক্তি হয়। এরই ধারাবাহিকতায় সৌদি বাদশাহকে আমন্ত্রণ জানাল ইরান।

২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। ঘটনার জেরে ইরানের সঙ্গে সম্পর্কহানি হয় সৌদি আরবের। এ ঘটনার সাত বছর পর চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে দেশদুটি।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, ইরানের প্রেসিডেন্ট রায়িসি আগেই সৌদি সফরের আমন্ত্রণ পেয়েছেন। তারই প্রতিক্রিয়ায় সৌদি বাদশাহকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন রায়িসি।

সদ্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী ৯ মের মধ্যে ইরান ও সৌদি আরব পারস্পরিক কূটনৈতিক মিশন আবার চালু করার কথা রয়েছে। ইরানি মুসলমানরা যেন এবার হজে অংশ নিতে পারেন, সেজন্যই তড়িঘড়ি করে দূতাবাস চালু করতে চাইচ্ছে দেশদুটি। সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ