সমন্বিত ভর্তি পরীক্ষার (গুচ্ছ) আবেদন ফি কমানোসহ ৯টি দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গত সোমবার সমিতির সাধারণ সভায় দাবিগুলোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। আজ বুধবার সমিতি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।
সমিতি যেসব দাবি তুলেছে, তার মধ্যে রয়েছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ৫০০ টাকা হতে পারে। ভর্তি পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভর্তুকি দিতে পারে। ভর্তি পরীক্ষার আয়-ব্যয়ের হিসাব দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত সব কর্মকাণ্ডের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। ভর্তিপ্রক্রিয়া শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান আজ প্রথম আলোকে বলেন, ‘আমরা সভার সিদ্ধান্তসহ দাবিগুলো আমাদের উপাচার্য বরাবর পাঠিয়েছি। তিনি দাবিগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে উপস্থাপন করবেন, দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবেন বলে আমরা আশা করছি।’