• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:

সাগরে ভাসছিল হাজারো কোটি টাকার কোকেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ইতালির পূর্ব সিসিলির সমুদ্রে ভাসতে থাকা কোকেন গত সোমবার জব্দ করে দেশটির শুল্ক ও কাস্টমস পুলিশ, ছবি  টুইটারে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া
ইতালিতে সাগরে ভাসমান অবস্থায় প্রায় দুই টন কোকেন পাওয়া গেছে। এই কোকেনের বাজারমূল্য ৪০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৪ হাজার ৬৫৯ কোটি টাকার বেশি।

ইতালির পূর্ব সিসিলির সমুদ্রে ভাসতে থাকা মূল্যবান ও ভয়ংকর এ মাদক গত সোমবার জব্দ করে দেশটির শুল্ক ও কাস্টমস পুলিশ। একে তারা এক অভিযানে রেকর্ড পরিমাণ কোকেন জব্দের ঘটনা বলছে।

ইতালির আর্থিক অপরাধ ও চোরাচালানবিরোধী সংস্থা এক বিবৃতিতে বলেছে, প্রায় ৭০টি পানি প্রতিরোধী প্যাকেটে এই কোকেন সংরক্ষণ করা হয়েছিল। প্যাকেটগুলো সতর্কতার সঙ্গে আবদ্ধ (সিল) করা হয়েছিল। জেলেদের মাছ ধরার জাল দিয়ে সব কটি প্যাকেট একত্রে রাখা হয়েছিল। এর সঙ্গে আলো বিকিরণকারী একটি সংকেত ডিভাইস ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিচিত্র প্যাকেজিং পদ্ধতি ও ট্র্যাকিংয়ের জন্য আলো বিকিরণকারী ডিভাইসের উপস্থিতির মতো আলামত দেখে মনে হয়, এই কোকেন কোনো পণ্যবাহী জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, যাতে পরে তা উদ্ধার করা যায়।

 

ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি গত সোমবার টুইট করে বলেন, এই অসাধারণ অভিযানের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অভিনন্দন। তাঁর অবস্থান সব ধরনের মাদকের বিরুদ্ধে।

গত জুনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইতালির পুলিশ ২০২১ সালে মোট ২০ টন কোকেন জব্দ করে। এক বছরে এত কোকেন আগে কখনো জব্দ হয়নি। ২০১৮ সালে দেশটিতে ৩ দশমিক ৬ টন কোকেন জব্দ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ