মানিকগঞ্জ সিংগাইরে থানা পুলিশের বিশেষ অভিযানে (১০) দশ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছে। সোমবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (২৫এপ্রিল) সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন পলাতক থাকা আসামী চারিগ্রাম ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে শফিকুল ইসলামকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ঢাকা কর্তৃক ঘোষিত ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং তদতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছেন বলে জানান এএসআই ইজ্জত আলী।