– ছবি : সংগৃহীত
ইরানে ‘সন্ত্রাসী’ হামলার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩১৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ওই নির্দেশনা জারি করেছে দেশটির একটি আদালত।
জানা যায়, ২০১৭ সালে ইরানের সংসদ ভবন ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনীর মাজারকে লক্ষ্য করে জোড়া হামলা চালানো হয়। এ সময় স্বশস্ত্র উগ্রবাদীরা গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার করে। এতে ১৭ জন নিহত হয়। আহত হয় ৫০ জন। পরে এ হামলার দায় স্বীকার করে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বুধবার এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক ও মানবাধিকারবিষয়ক বিভাগ রুল জারি করেছে যে নয়জন মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে এ হামলার ক্ষতিপূরণ দিতে হবে। তারা হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), সাবেক সেন্টকম কমান্ডার টমি ফ্রাঙ্কস, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), লকহিড মার্টিন এবং আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ।
বিচার বিভাগ বলছে, মার্কিন কর্মকর্তাদের বই ও বক্তৃতা, ‘উগ্রবাদী গোষ্ঠী তৈরিতে সিআইএ-এর জড়িত থাকা, ‘উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সংগঠিত ও পরিচালনায় মৌলিক ভূমিকা রাখার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই হামলায় দায়ী করা হয়।’
বিচার বিভাগ আরো বলছে, এ হামলায় ওয়াশিংটনকে অবশ্যই ৯.৯৫ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি এবং যথাক্রমে নৈতিক ও শাস্তিমূলক ক্ষতির জন্য ১০৪ মিলিয়ন ডলার ও ১৯৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট পরিবারকে দিতে হবে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, নিহত তিনজনের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে এই রায়টি দেয়া হয়েছে।