• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

শস্য চুক্তি নিয়ে জাতিসঙ্ঘ প্রধান ও এরদোগানের ফোনালাপ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান শুক্রবার টেলিফোনে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্য রফতানির চুক্তি নিয়ে আলোচনা করেছেন। খবর সিনহুয়ার।

জাতিসঙ্ঘ প্রধানের দফতরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘তারা ব্ল্যাক সি ইনিশিয়েটিভের কিভাবে উন্নতি ও মেয়াদ বাড়ানো যায় সে ব্যাপারে নিশ্চয়তা দেয়ার বিষয়ে মতামত বিনিময় করেন।’

বিবৃতিতে বলা হয়, এ দু’জন বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য পণ্য ও সার রফতানি বিষয়ে মস্কো ও জাতিসঙ্ঘ সচিবালয়ের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কথা বলেন।
২০২২ সালের জুলাইয়ে ইউক্রেন সঙ্কটের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে সরবরাহ নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্য শস্য এবং সার রফতানি বিষয়ে তুরস্ক ও জাতিসঙ্ঘের সহায়তায় ইস্তাম্বুলে মস্কো এবং কিয়েভ পৃথকভাবে একটি চুক্তি স্বাক্ষর করে।

প্রাথমিকভাবে করা ১২০ দিনের চুক্তিটি ২০২২ সালের নভেম্বরে আবারো ১২০ দিনের জন্য বাড়ানো হয়।

চুক্তির অগ্রগতি ও মেয়াদ বাড়ানোর লক্ষে প্রস্তাবিত রূপরেখা তুলে ধরে গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি পত্র পাঠানোর পর মঙ্গলবার ক্রেমলিন বলেছে, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে সম্ভব না।

জাতিসঙ্ঘের ওই বিবৃতিতে আরো বলা হয়, ফোনালাপের সময় গুতেরেস ও এরদোগান সিরিয়া এবং সুদান পরিস্থিতি নিয়েও আলোচনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ