• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার শপথ করেছে বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আন্দোলন সফল করার শপথ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র হরণ করে ফেলেছে সরকার। জোর করে ক্ষমতায় আছে। খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মী কারারুদ্ধ। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে একদলীয় শাসন কায়েম করছে।

‘ক্ষমতাসীনদের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আন্দোলন সফল করা হবে, শপথ নেয়া হয়েছে।’

স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শনিবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এস সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপি করেছে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জনগণ তা জেনে গেছে ‘

বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায়- সরকার জনগণের মধ্যে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিস্কার। বিএনপির কোনো প্রার্থী অংশ নেবে না।

আরও পড়ুন: বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সরকার তার হারানো ভাবমূর্তি উদ্ধারে বিদেশ সফর করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
এসময় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে বিদেশে উন্নত চিকিৎসার করানো প্রয়োজন। কিন্তু সরকার যেতে দিচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ