• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

বাংলাদেশের ‘নিজস্ব সিদ্ধান্তে’ বিশ্বাসী চীন : রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ মে, ২০২৩

ইন্দো প্যাসিফিক ইস্যুতে চীন বাংলাদেশের ‘নিজস্ব সিদ্ধান্ত’ নেয়ার ওপর বিশ্বাস করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শনিবার (৬ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত রাষ্ট্রদূত লেকচার সিরিজে ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বক্তব্যে তিনি এ কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বিদেশি হস্তক্ষেপেও বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করে বেইজিং। ইন্দো প্যাসিফিক মতো ধারণা নিয়েও বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নেবে।’

উন্নয়ন, সীমান্ত প্রতিরক্ষা নিয়ে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা যৌথভাবে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসছি, যোগ করেন তিনি।
রোহিঙ্গা সংকট নিয়ে ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে একমাত্র চীন কার্যকর ভূমিকা রেখে আসছে।
জিনপিং সরকার শান্তি, আধুনিক জীবন, মানুষের প্রগতিতে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে চীন।
অযথা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে জাতিসংঘের ঘোষণা অনুসারে বিশ্ব ব্যবস্থা চলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ