• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের আপনি নিজেই তো অবৈধ।

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ মে, ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আপনি (মির্জা ফখরুল) মহাসচিব থাকার বৈধ অধিকার হারিয়ে ফেলেছেন। আপনি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। দলের জাতীয় কাউন্সিল না করে এক যুগ ধরে ক্ষমতায় আছেন। আপনি নিজেই তো অবৈধ। আপনার দলও অবৈধ।

শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আপনারা (বিএনপি) দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতা যাওয়ার পাঁয়তারা করছেন। কিন্তু আপনাদের এই দলের কোনো বৈধতা নেই। যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই তারা দেশের কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাদের কোনো সম্মেলন হয় না। জেলা সম্মেলন নাই, থানা সম্মেলন নাই, উপজেলায় নাই, কেন্দ্রে তো নাই। সব পকেট কমিটি। লন্ডন থেকে ফরমায়েশি কমিটি। পকেট কমিটি দিয়ে বিএনপি টপ টু বটম চলে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কথায় কথায় মির্জা ফখরুল কী করে বলে অবৈধ সরকার। মির্জা ফখরুল আর বিএনপির নেতাদের লজ্জা করে না এই কথা বলতে। অবৈধ দল কোনটি? বাংলাদেশের অবৈধ দল বিএনপি। অবৈধ ব্যক্তি যে দল গঠন করে ক্ষমতা থেকে সেই দল কি বৈধ? সেটা অবৈধ দল। তারা অবৈধ দল।

তিনি আরো বলেন, নির্বাচন মানে তো টাকা পয়সার খেলা। এখন বলছে নির্বাচন করবে না। আবার একটি পত্রিকায় দেখলাম রাষ্ট্রপতি ডাকলে আসবে। হামিদ সাহেব ডেকেছেন আসেন নাই। এখন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাহেব ডাকলে আসবেন, দেখা যাক। দেখছে তো আর কোনো পথ নাই। সব পথই খোলা রাখবে কেন? আমাদের সামনে দৃষ্টান্ত আছে না। আছে। নির্বাচন করবে না কিন্তু ঘোমটা পড়ে করবে। কীভাবে? স্বতন্ত্র মার্কা নির্বাচন। ২৪ জন দাঁড়িয়ে গেছে কাউন্সিলার। মেয়র পদেও দাঁড়িয়েছে। তারা (বিএনপি) নির্বাচন করবে। ধানের শীর্ষ নিয়ে করবে না। তারা আজকে দলীয় পরিচয় গোপন রেখে নির্বাচন করবে। কিন্তু সবাই জানে। কারা কারা বিএনপির আমরা জানি। দেশের মানুষও জানে। সংশ্লিষ্ট এলাকার ভোটাররাও জানে।

সেতুমন্ত্রী আরো বলেছেন, বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির নয়। তাদের আন্দোলনের রূপরেখা ষড়যন্ত্রের। তারা এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ