নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে সমাবেশ করবে বিএনপি। শনিবার (১৩ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ের আগেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনেকে মিছিল নিয়ে আসেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে তীব্র গরমের কারণে অনেকে আশপাশের ভবনের ছায়ায় আশ্রয় নিয়ে স্বস্তি খুঁজছেন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও।
বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান আর সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
এরআগে সকাল থেকেই সমাবেশের সার্বিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নয়াপল্টনে কার্যালয়ের সামনের সড়কে ৪টি পিকআপ ভ্যানকে একসঙ্গে রেখে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।