• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

মেয়র লিটনের পক্ষে মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের লিফলেট বিতরণ অব্যাহত।

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ মে, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উন্নয়নমূলক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ মে) বিকেল ৫টায় “উন্নয়ন দৃশ্যমান,এবার হবে কর্মসংস্থান” স্লোগানকে সামনে রেখে মহানগরীর লক্ষীপুর মোড়, লক্ষীপুর কাঁচাবাজার, শেরশাহ রোড, ঝাউতলা মোড়, প্যারামেডিকেল, বাগানপাড়া সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে ভোট প্রদান করার জন্য আহ্বান জানান।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, মোস্তাক হোসেন, হাবিবুর রহমান বাবু, আব্দুল মোমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আলী আজম সেন্টু, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা শফিকুজ্জামান শফিক, মীর তৌহিদুর রহমান কিটু, রকি কুমার ঘোষ, মাহমুদ হাসান রাজিব, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বিপুল, সাবেক ছাত্রনেতা লতিফ, নাজমুল, শাহিন, মির্জা জনি, শামিম, সুইট, শেহাব, বাদশা, জয় সরকার, সাকিব, রুবেল, বনি, আনোয়ার সহ সাবেক ছাত্রলীগের বিভিন্ন স্তরের প্রায় ৪ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ