• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

পরোয়ানা ছাড়াই রফিকুল আলমকে গ্রেপ্তার করার অভিযোগ ফখরুলের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মে, ২০২৩

পরোয়ানা ছাড়াই বিএনপি নেতা রফিকুল আলমকে (মজনু) গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘রফিকুল আলমকে গ্রেপ্তার বা হয়রানি না করতে উচ্চ আদালতের নির্দেশনা ছিল, তা সত্ত্বেও তাঁকে তুলে নিয়ে গিয়ে আদালতের প্রতি অসম্মান জানানো হয়েছে।

রফিকুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আজ সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়েই সরকার বিএনপির কেন্দ্রীয় এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলেই তারা বেসামাল হয়ে পড়ে।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, সেটি আড়াল করতে সরকার আরও বেশি জুলুমের পথ বেছে নিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় চেতনায় সাজিয়ে ‘প্রাইভেট বাহিনীর’ মতো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দুঃশাসনের নিঃশব্দ পরিবেশ সৃষ্টি করতেই রফিকুল আলমকে রাতে তাঁর বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

বিবৃতিতে মির্জা ফখরুল আটক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে তাঁর শাহজাহানপুরের বাসার নিচ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যায়। পরে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেন, বিএনপি নেতা রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ