পরিবেশবান্ধব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে শ্রীমঙ্গলে খরিপ-১/২০২৩ মৌসুমে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সবজি ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপর কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার দক্ষিণ ভাড়াউড়া আইপিএম কৃষক মাঠ স্কুলে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষনার্থীসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন।
কৃষক মাঠ স্কুলে ২৫ জন কৃষক-কৃষাণীকে ১৪ সেশন আইপিএম প্রশিক্ষণ প্রদান করেন শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারী কৃষি অফিসার রনি দেব রায় ও উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম।