গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির বহিষ্কৃত ১৫ নেতা এবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করায় গত ১৬ মে মহানগর বিএনপির ২৯ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।
বহিষ্কারের এ নোটিশ পেয়ে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি হাসান আজমল ভূইয়া গত ১৯ মে এক সংবাদ সম্মেলন ডেকে দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পর তাকে নির্বাচনী কোনো প্রচারণায়ও দেখা যায়নি। তিনি নিজেও কেন্দ্রে ভোট দিতে যাননি বলে জানা গেছে। কোনো কেন্দ্রেও তার কোনো পোলিং এজেন্ট ছিল না। এর পরও তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অপরদিকে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার ১৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএনপির বহিষ্কৃত যারা কাউন্সিলর নির্বাচিত হলেন : সংরক্ষিত ওয়ার্ড নং – ৬ : তানিয়া আক্তার নিপা, সংরক্ষিত ওয়ার্ড নং ৭ : মোসা: রিনা সুলতানা, সংরক্ষিত ওয়ার্ড নম্বর-১৮ : কেয়া শারমিন এবং সাধারণ ওয়ার্ড নং-১৫ : ফয়সাল আহম্মেদ সরকার, ওয়ার্ড নং ১৯ : মোহাম্মদ শাহীন আলম, ২০ নং ওয়ার্ডে মো. সহিদুল ইসলাম, ওয়ার্ড নং-২২ : সবদের হাসান, ওয়ার্ড নং-২৩ : মো. খোরশেদ আলম রিপন, ওয়ার্ড নং- ২৪ : মো. মাহবুবুর রশীদ খান শিবু, ওয়ার্ড নং-২৫ : মো. মজিবুর রহামান, ওয়ার্ড নং- ২৬ : হান্নান মিয়া হান্নু, ওয়ার্ড নং-২৮ : হাসান আজমল ভূইয়া, ওয়ার্ড নং- ৩০ : মো. আনোয়ার হোসেন, ওয়ার্ড নং-৪০ : অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, ওয়ার্ড নং- ৪২ : সুলতান উদ্দিন আহাম্মেদ, ওয়ার্ড নং-৪৮ : মো. সফি উদ্দিন সফি, ওয়ার্ড নং-৫৫ : মো. আবুল হাসেম।