বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত লাল মিয়ার পাশে দাঁড়ালেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক শাহাজাদী আলম লিপি। সাম্প্রতিক উপজেলায় বিভিন্ন এলাকার উপর দিয়ে শিলাবৃষ্টিসহ ঝড়বয়ে যায়, এতে উপজেলার কামালপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের দিনমজুর লালমিয়ার বসতঘর ভেঙে যায়।
শনিবার (২৭ মে) সকালে খবর পেয়ে শাহাজাদী আলম লিপি ক্ষতিগ্রস্ত লাল মিয়ার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে তার মঈল কামনা করে তাকে আশ্বস্ত করেন। সে সময় তার সাথে কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলামসহ এলাকার স্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য বলেন, হামার সব শেষ হয়ে গেল কেউ হামার খোঁজ নেয় নাই, শাহাজাদী আলম লিপি আপা হামার বাড়িতে এসে নগদ টাকা দিছেন, হামরা খুশি হয়েছি। এলাকাত নেতার অভাব নাই কিন্তু কাউকে পাশে পাওয়া যায় না। শাহাজাদী আলম লিপি আপাকে আল্লাহ ভালো করুক। তার মনের আশা পুরন করুক।
শাহাজাদী আলম লিপি বলেন, কোনো চাওয়া পাওয়ার জন্য নয়, মানুষ হিসেবে আমার দায়িত্ব বোধ থেকেই চেষ্টা করেছি তাদের সুখে দুখে পাশে থাকার। এভাবেই তাদের পাশে থাকতে চাই।