• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

গলাচিপায় জেলেদের মাঝে জাল ও বাছুর বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২২-২৩ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার রতনদিতালতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জেলেদের মাঝে ৯০টি জাল ও ১১টি বকনা বাছুর বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

রতনদিতালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, গলাচিপা থানার এসআই মো. মাহাবুব, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া মাঝি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাবু, সহ-সভাপতি মো. নূর ছাহেদ মাতব্বর প্রমুখ।
এছাড়াও উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ ও সুফলভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ