নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীতে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা।
আজ মঙ্গলবার নদী থেকে মালামালসহ জেলেদের আটক করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন- ২ নম্বর কয়রা এলাকার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্যাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরা এলাকার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও খাসখালী এলাকার আব্দুল বারী।
জানা গেছে, স্মার্ট প্যাট্টল টিমের দলপতি স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালায়। এ সময় জেলেদের ব্যবহৃত নিষিদ্ধ ফাঁস জাল, ১০০ কেজি চাল ও ২টি নৌকা জব্দ করে বনকর্মীরা।
এসও মোবারক হোসেন জানান, আটকদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।