• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

আদালত পরিবর্তনে জাপানি শিশুদের বাবার আবেদন কার্যতালিকা থেকে বাদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল শুনানির জন্য আদালত পরিবর্তন চেয়ে শিশুদের বাবা ইমরান শরীফের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর ফলে ঢাকার জেলা জজ আদালতে আপিল শুনতে বাধা নেই।

আদালতে ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন। অন্যদিকে ছিলেন আইনজীবী শিশির মনির।

মামলার বিবরণে জানা যায়, জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল ঢাকার জেলা জজকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ওই আপিল ঢাকার জেলা আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। কিন্তু শিশুদের বাবা ইমরান শরীফ আপিল জেলা জজের আদালতে শুনানি না করে হাইকোর্টে শুনানির জন্য আবেদন করেন। হাইকোর্ট ইমরান শরীফের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

এর আগে, গত ৯ মার্চ জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদন নাকচ করেন আপিল বিভাগ। একই সঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছেন সেভাবেই থাকবে।

উল্লেখ্য,, ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই মেয়েকে নিয়ে বাবা ইমরান শরীফ জাপান থেকে দেশে আসেন। এরপর মেয়েদের ফিরে পেতে একই বছরের ১৮ জুলাই বাংলাদেশে আসেন মা এরিকো। মেয়েদের ফিরে পেতে ওই বছরের ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি। বিষয়টি উচ্চ আদালত হয়ে এখন ঢাকার জেলা জজ আদালতে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ