• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় স্বর্ণখনিতে শ্বাসরুদ্ধ হয়ে ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ জুন, ২০২৩

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলে একটি পরিত্যক্ত সোনার খনি বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির এল ক্যালাও শহরের কর্মকর্তারা শনিবার জানান, গত শুক্রবার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার আরও সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ওই সাতজন শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে জানান এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ১২ জনের মরদেহ পেয়েছি। তাঁরা অনেক আগে বন্ধ হয়ে যাওয়া একটি খনিতে ঢুকেছিলেন।

এর আগে ২০২১ সালে একই সোনার খনির একটি অংশ ধসে পড়ায় একজনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন অন্তত ৩৪ জন। দেশটির কর্তৃপক্ষ বৈধ ও অবৈধ খনিগুলো নজরদারিতে রাখলেও প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। সূত্র : এএফপি

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page