• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

কুমিল্লায় আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। ফলে মহাসড়কের চট্টগ্রাম লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌর সদর এলাকায় চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিলে এ ঘটনা ঘটে।

cumilla

এসময় মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও দশীয় অস্ত্র দিয়ে উভয় পক্ষের নেতাকর্মীরা তাণ্ডব চালায়। সড়কে অবস্থানরত কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। এতে মহাসড়কে প্রায় ২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

cumilla

এখন পর্যন্ত সড়কে দুই পক্ষের অবস্থান চলছে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।……


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ