• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

এজেন্ডাহীন সংলাপে বিএনপির ‘না’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

এজেন্ডাবিহীন কোনো সংলাপেই সাড়া দেবে না মাঠের বিরোধী দল বিএনপি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুতে কোনো ছাড় দেবে না দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপ নিয়ে নানামুখী আলোচনা হলেও তা আমলেই নিচ্ছে না। দলটির নীতিনির্ধারকরা জানান, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। সরকারকে বিদায় করেই সংকটের সমাধান করা হবে। তাই কিসের সংলাপ আর কিসের আলোচনা তা নিয়ে মাথাব্যথা নেই।

তাছাড়া আওয়ামী লীগ নেতাদের কথার কী দাম আছে। এক নেতা সংলাপের কথা বলছে আরেকজন তা নাকচ করে দিচ্ছে। আসলে সরকারবিরোধী আন্দোলন নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে সরকার নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। সংলাপ ইস্যুতে সামনে আনা সেই কৌশলের অংশ বলেই তারা মনে করেন।

তাদের মতে, আওয়ামী লীগ নেতারা বক্তৃতায় কী বললেন, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তারা হঠকারী ও হাস্যকর কথা বলেন। আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হতে পারে শুধু নিরপেক্ষ সরকার বিষয়ে। অন্য কোনো বিষয়ে আলোচনার সুযোগ নেই।

বিএনপির দুজন নীতিনির্ধারক বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে নিতে শুধু সংলাপ নয়, আরও নানা কৌশলের আশ্রয় নিতে পারে ক্ষমতাসীনরা। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়াসহ গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে ছাড়ের প্রস্তাবও দেওয়া হতে পারে। কিন্তু এবার অতীতের মতো আর ভুল করবে না তারা। রাজপথেই দাবি আদায় করা হবে। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি।

সংলাপ নিয়ে আমির হোসেন আমুর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমির হোসেন আমুর বক্তব্য আওয়ামী লীগের কিনা সেটা আমরা জানি না। তাছাড়া এখন তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামেও নেই। সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, তার কথাকে আমরা আওয়ামী লীগের বক্তব্য মনে করব কিনা? দ্বিতীয়ত, ১৪ দল তো সিদ্ধান্ত নেয় না, নেয় আওয়ামী লীগ। এটা আদৌ আওয়ামী লীগের প্রস্তাব কিনা, সেটা না জেনে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।

তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এজেন্ডা ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনা নয়। অতীতে এজেন্ডাবিহীন সংলাপে তারা নানা প্রতিশ্রুতি দিলেও তার কোনোটাই রক্ষা করেনি। ওইসব বৈঠকে আমির হোসেন আমুও ছিলেন। তাই আওয়ামী লীগের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা পরিষ্কার বলছি যে, অন্য কোনো বিষয়ের ওপর আলোচনার কোনো সুযোগই নেই। একমাত্র নিরপেক্ষ সরকার কীভাবে হতে পারে, তারা যদি রাজি হয় যে, হ্যাঁ নিরপেক্ষ সরকার করব, সরকার যদি বলে আমরা পদত্যাগ করব, আমরা নিরপেক্ষ সরকারের ব্যাপারে আলোচনা করব কিনা, তখন আমরা সিদ্ধান্ত নেব।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে দাবি আদায়ে আমরা রাজপথকেই বেছে নিয়েছি। আমাদের রাজনৈতিক কর্মসূচি চলছে, এটা আরও জোরদার হবে। দাবি আদায়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। মানুষের যে সাড়া আমরা পাচ্ছি, মানুষ যেভাবে এগিয়ে আসছে, আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের পদত্যাগে বাধ্য করতে পারব এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে।

বিএনপির একাধিক নীতিনির্ধারক বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তারা। এক্ষেত্রে এজেন্ডাবিহীন সংলাপে বসাতে তৃতীয় কোনো পক্ষ সমঝোতার চেষ্টা করলেও তাতে সায় দেবে না তারা। কারণ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ নিয়ে অতীতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ সালের কথা সবাই জানে। সেই সময় তারা প্রকাশ্যেই প্রতিশ্রুতি দিয়ে তা রাখেনি। আওয়ামী লীগ ভয়ংকর বিশ্বাসঘাতকতা করেছে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে। সেই সময় জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে অস্কার ফার্নান্দেজ তারানকোকে সমঝোতার জন্য ঢাকায় পাঠানো হয়। তার উপস্থিতিতে দুদলের আলোচনা হয়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার স্বার্থে দশম জাতীয় সংসদ নির্বাচন করার পর অল্প সময়ের মধ্যে আরেকটি ভোট করা হবে। তারানকোর উপস্থিতিতে যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছিল, পরে তা রাখেনি। তাই আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংকট সমাধান নিয়ে ক্ষমতাসীন দলে নেতা-মন্ত্রীরা ‘এলোমেলো’ বক্তব্য দিচ্ছেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিএনপি হলো একটি সন্ত্রাসী দল, এরা সন্ত্রাস করে এদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। আর মঙ্গলবার আমির হোসেন আমু বললেন, জাতিসংঘের সমঝোতার মাধ্যমে বিএনপির সঙ্গে আলোচনায় প্রস্তুত আছে। আবার আজকে (বুধবার) শুনলাম ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছেন, না এটা সঠিক নয়। সংলাপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ওদের কথার কী দাম আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা কী বলছেন সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তা আমলেই নিচ্ছি না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে আমরা আন্দোলনে আছি। এর মধ্যে সরকার সংলাপসহ যেসব কথাবার্তা বলছে তাতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরাতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ