রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ প্রমুখ।
জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । বাংলাদেশ পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামন।
এরপর একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।
উল্লেখ্য, নুরুল ইসলাম খান বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ জুন) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি পাঁচ ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।