রাজধানীর তুরাগ দিয়াবাড়ি এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে হৃদয় ওরফে জহির (২২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২) বেলা ১২টার দিকে দিয়াবাড়ি ষোলোহাটি ১০নম্বর ব্রিজ সংলগ্ন নাহিদের অটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হৃদয়ের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম মো. শহিদ সরদার।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া স্ত্রী তানজিলা আক্তার জানান, স্বামী হৃদয়কে নিয়ে ষোলোহাটি ১০নম্বর ব্রিজ সংলগ্ন মোতালেবের বাড়িতে ভাড়া থাকেন। দেড় বছর আগে প্রেমের সম্পর্কে তারা বিয়ে করেন। তিনি গৃহিণী আর হৃদয় ভাড়ায় অটোরিকশা চালাতেন।
তানজিলা জানান, বেলা ১২টার দিকে তিনি খবর পান, হৃদয় গ্যারেজে অটোরিকশা চার্জ করার সময় বিদ্যুতায়িত হয়েছেন। পরে তিনি স্থানীয় হাসপাতালে গিয়ে হৃদয়কে দেখতে পান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।