• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

নিজ ঘর থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুন, ২০২৩

চট্টগ্রামের পটিয়ায় এক তরুণ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম (২৭) এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজধানীর ধানমন্ডি শাখায় কর্মরত ছিলেন।

ছয় মাস আগে জাহাঙ্গীর আলম বিয়ে করেন। ঘটনার সময় তার স্ত্রী জেরিন আকতার তার বাবার বাড়িতে ছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিজ ঘরে ওড়না গলায় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়।

রাতে পটিয়া হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ধারণা করছে যে পারিবারিক কলহের জেরে এই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করে থাকতে পারে।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমদাদ হোসাইন জানান, রাত পৌনে ৯টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় তাকে আমরা মৃত অবস্থায় পাই। নিহতের গলায় দাগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ