• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে মহাসড়কে ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ জুন, ২০২৩

আসাদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেরার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারে ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করে ভুক্তভোগী এলাকাবাসী।

আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম খান দুলালের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভিপি ফেরদৌস সরকার শামীম, শেখ সহিদুল ইসলাম, ইকবাল হোসেন, রফিকুল ইসলাম বাবলু, জাহাঙ্গীর আলম, বাবুল আক্তার প্রমূখ। বক্তারা বলেন, মহাসড়ক এলাকার হাজার হাজার মানুষ রাস্তা পারাপারে দূর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন ধরে। ওভারব্রিজ নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেও কাজ হয়নি।

মহাসড়ক সংলগ্ন চান্দাইকোনা হাটের দিন রাস্তা পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হয়। এতে বিশেষ করে দূর্ঘটনার আশংকাও রয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ওভারব্রিজ নির্মাণের ঘোষণা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ