• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীতে ভোটগ্রহণ চলছে : পুলিশ কমিশনার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ জুন, ২০২৩
পুলিশ কমিশনার এম আনিসুর রহমান।

 সংবাদ সংযোগ রিপোর্ট :

রাজশাহী সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং কোনো বিশৃঙ্খলা বা গোলযোগের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার এম আনিসুর রহমান।

বুধবার ভোট শুরুর পর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে দুপুর ১২টায় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, রাজশাহীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং শেষ পর্যন্ত শান্তপূর্ণ থাকবে বলে আমাদের আশা।

আনিসুর রহমান বলেন, সিটি নির্বাচন উপলক্ষ্যে আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহীতে নির্বাচনের সময় পর্যন্ত কোনো বিশৃঙ্খলার নমুনা দেখছি না। আর নির্বাচনপরবর্তী যেন কোথাও কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে, সে জন্য পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক ও শামসুন নাহার তার সঙ্গে ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, ভোটগ্রহণের অর্ধেক সময় পার হয়েছে। এখন পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাচ্ছি। আশা করি অবশিষ্ট সময়টাতেও পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।

এর আগে সকাল ৮টায় রাজশাহী সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় ১৫৫ কেন্দ্রে। টানা বিকল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৫৫ কেন্দ্রের সব ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ