• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

বরিশালে কৃষকদের মধ্যে বীজ-সার ও গাছের চারা বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ জুন, ২০২৩

বরিশাল মেট্টোতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার এবং নারিকেল চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। বুধবার নগরীর বগুড়া রোডের খামার বাড়ির চত্ত্বরে প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. মুরাদুল হাসান।

মেট্টোপলিটন কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্টোপলিটন কৃষি কর্মকর্তা জয়ন্তী এদবর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুসা ইবনে সাঈদ, কৃষি সম্প্রসারণ অফিসার শিরিনা আক্তার ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।
মেট্টোপলিটন কৃষি কর্মকর্তা জয়ন্তী এদবর জানান, এই কর্মসূচির আওতায় ১ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামূল্যে ৫ কেজি হারে উচ্চফলনশীল আমনের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেয়া হয়। এছাড়া আরও আরও ১ শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ