• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

শিক্ষকদের আয় কম হলেও তাদের পদমর্যাদা অনেক ওপরে: ফরিদপুরের ডিসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, হাদিসে একটি কথা আছে যে তোমরা সবাই আলেম হও। যদি হতে না পারো, তোমরা আলেমের ছাত্র হও। আর যদি ছাত্র না হতে পারো, তাহলে আলেম যা বলে তা মেনে চলার চেষ্টা করো। আলেম মানে জ্ঞানী লোক, শিক্ষক। সেই জ্ঞানী লোকের কথা হাদিসে এসেছে। তাই শিক্ষকরা হচ্ছে সামাজিক নেতা। শিক্ষকদের কথা মেনে এই সমাজ চলবে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলার সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা শাখার ত্রি-বার্ষিকী কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত দেন। সুতরাং কত টাকা বেতন পান, সেই চিন্তা না করে আপনারা (শিক্ষকরা) কীভাবে এই সমাজে আরো বেশি ভূমিকা রাখতে পারেন, সেটা সবার মাথায় থাকতে হবে। আমরা দেখেছি, অনেকে অনেক টাকা বেতন পায়, কিন্তু তাদের পদমর্যাদা আপনাদের মতো নেই। রিকশাওয়ালারা দিনে ৭০০-৮০০ টাকা রোজগার করে প্রতিমাসে যা উপার্জন করে, তা অনেক শিক্ষক আয় করতে পারে না। কিন্তু শিক্ষকদের পদমর্যাদা তাদের চেয়ে অনেক ওপরে।

সভায় উপস্থিত স্কাউটসের সদস্যদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, স্কাউটস সব সময় সব ভালো কাজের নেতৃত্ব দিয়ে আসছে। কয়দিন আগে কুমার নদের কচুরিপানা পরিষ্কার অভিযানে দেখা গেল সবার আগে স্কাউটস কাজ করছে। তাই আমাদের সমাজ বদলের জন্য যেসব সামাজিক সংগঠনগুলো রয়েছে, তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ স্কাউটস ফরিদপুরের উপপরিচালক মো. শামীমুল ইসলাম এল.টি সম্পাদক মোহাম্মাদ সিদ্দিকুর রহমান, সালথা থানার ওসি মো. শেখ সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ আলী প্রমূখ।

সভা শেষে বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা শাখার নতুন কমিটির ঘোষনা করা হয়। নতুন কমিটির সভাপতি পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, কমিশনার পদে শিক্ষক মো. আব্দুর রহিম ও সাধারন সম্পাদক পদে শিক্ষক মো. আব্দুল কাদেরকে নির্বাচিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ