• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৪ জুন, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাড়াবাড়িতে আপত্তিকর অবস্থায় দুজন নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়ার (বঙ্গবন্ধু সরণি) একটি ভাড়াবাড়ির নির্জন ঘর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি উপজেলার গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি। অভিযুক্ত নারীর বয়স ৪৮ বছর। তার বাড়ি ঘোষগাঁতী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি তার স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ডাকবাংলো পাড়ার একটি বাসাভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার স্ত্রী সকালে অফিসে চলে গেলে তিনি মাঝে মধ্যে বিভিন্ন নারীকে এনে অসামাজিক কাজে লিপ্ত হতেন। আজ তাদের হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা থানায় সোপর্দ করেছেন। এখন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ