পাভেল সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: ভূমি বাঁচাও, কৃষক বাঁচাও শ্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে বোহাইল ইউনিয়নের বোহাইল মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন বোহাইল ইউনিয়নের এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়দের আয়োজনে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি নৌঘাটের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজ সেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম,আওলাকান্দি ইএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোলায়মান মাষ্টার, সাবেক সভাপতি মজনু খা, বোহাইল ইউনিয়ন ৮নং ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ইউপি সদস্য জাকির হোসন বুলু, সাবেক ইউপি সদস্য ফরিদ মোল্লা প্রমুখ।
সমাজ সেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ‘নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। নদী পাড়ের এসব গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে বালু উত্তোলনের ইজারা বন্ধ ও যমুনা থেকে বালু তোলা বন্ধ করার দাবি জানান তিনি। বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে নদীর ভাঙন ও ক্ষতির পরিমাণ বাড়বে বলে উল্লেখ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানান তারা।
মানববব্ধনে বক্তারা বলেন, আমরা দেখেছি এর আগে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে একটি মহল যমুনা নদী থেকে বালু উত্তোলন করেছে। এতে নদী তীরে ভাঙন দেখা দিয়েছিলো। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। এখনো ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর।
বক্তারা আরও বলেন,বোহাইল ইউপি’র বোহালী মৌজার কিছু জমি চর জেগে উঠায় পথে বসা ও ভূমিহীন কৃষকগন মাথা গোজার ঘর-বাড়ী করিয়া বসবাস করা সহ জমিতে মৌসুম ফসলাদী করিয়া জীবিকা নির্বাহ অন্তে খেয়ে পড়ে বেঁচে আছি। এমতাকালে কতিপয় লোক বর্ণিত জমির সংলগ্ন হতে যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-কে ভুল ধারনা দিয়া ও ভুল তথ্য দিয়া লীজ বন্দোবস্ত করার অপচেষ্টা করে আসছে। বর্ণিত জমি সংলগ্ন হতে বালু উত্তোলন হলে তাৎক্ষণিক ভাবে সম্পূর্ণ আবাদী জমি সহ ঘর-বাড়ী, মসজিদ, মাদ্রাসা পূনরায় যমুনা নদীতে বিলীন হয়ে যাবে। ফলে অসহায় সাধারণ কৃষক গৃহহারা হয়ে না খেলে পথে বসিবে। পাশা পাশি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এক ইঞ্চি জায়গা খালি পড়ে থাকবেনা এর প্রতি ফলিত হবে না যাহা অবজ্ঞার সামিল। তাই অবিলম্বে এই বোহাইল মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।