• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

খেলাধুলা

খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদকমুক্ত সমাজ গড়তে: শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
শাহাজাদী আলম লিপি, প্রতিযোগীদের মাঝে লিফলেট বিতরণ করছেন ।

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক শাহাজাদী আলম লিপি বলেছেন,‘খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদকমুক্ত সমাজ গড়তে’। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব।
সোমবার (৩জুলাই) বিকেলে উত্তর সুখান পুকুর যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা-২০২৩ উত্তরসুখান পুকুর তালতলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন দিগদাইড় ইউপি ৮নং ওয়ার্ড মেম্বার লাবলু আকন্দ লাকী।
এসময় কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, ফুলবাড়ী বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর হোসেন,গাবতলী সৈয়দ আহম্মেদ কলেজ অফিস সহকারী মোঃ আইয়ুব হোসেন,জেলা সমাজ সেবা কার্যালয় এস এম মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস এম আমিনুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন, মোঃ ইসমাইল হোসেন (ঠাণ্ডা), মোঃ শাহজাহান আলী, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আব্দুল হাদী,মোঃ পেস্তা মিয়া, মোঃ সাগর, সুরুতজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ