• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

তাড়াশ পৌর নির্বাচনে দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল আ.লীগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দুজনকে স্থায়ী বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বাবুল শেখ ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আল আমিন হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ জুলাই তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা হয়। এ সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগের নির্দেশে ১৭ জুলাই তাড়াশ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের বিধি ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবুল শেখ ও আল-আমিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভায় প্রথম বারের মতো ভোট অনুষ্ঠিত হবে। আর এ ভোট হবে ইভিএম পদ্ধতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ